Monday, September 30, 2024

আইটি ও টেকনোলজি খাতে নতুন চাকরির সুযোগ নিয়ে কিছু তথ্য

 আইটি ও টেকনোলজি খাতে নতুন চাকরির সুযোগ নিয়ে কিছু তথ্য:


সফটওয়্যার ডেভেলপমেন্ট: অনেক কোম্পানি ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার এবং ফুল স্ট্যাক ডেভেলপার নিয়োগ দিচ্ছে।


ডেটা সায়েন্স ও অ্যানালিটিক্স: ডেটা সায়েন্টিস্ট এবং অ্যানালিস্টের জন্য চাহিদা বাড়ছে, বিশেষ করে এআই ও মেশিন লার্নিং সংক্রান্ত প্রকল্পে।


সাইবার সিকিউরিটি: সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং পেনিট্রেশন টেস্টার পদে নিয়োগের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।


ক্লাউড কম্পিউটিং: অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS), গুগল ক্লাউড, এবং মাইক্রোসফট আজুরে অভিজ্ঞতাসম্পন্ন পেশাদারদের জন্য বেশ কিছু পদ রয়েছে।


আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট: প্রজেক্ট ম্যানেজার ও স্ক্রাম মাস্টার পদেও নিয়োগের সুযোগ রয়েছে।

বর্তমান বিশ্বে আইটি ও টেকনোলজি খাতে 

চাকরির হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 




Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home