Thursday, October 3, 2024

পুলিশের কনস্টেবলের পর এসআই নিয়োগ, ১৯-২৭ বছর হলেই আবেদন

পুলিশের কনস্টেবলের পর এসআই নিয়োগ, ১৯-২৭ বছর হলেই আবেদন


বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

  আবেদনের যোগ্যতা ঃ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
 
পুলিশ নেবে এসআই, ১৯-২৭ বছর হলেই আবেদন.pdf        ডাউনলোড
 
  আবেদনের বয়স : প্রার্থীর বয়স ২০২৪ সালের ২০ অক্টোবর তারিখে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
  যেভাবে আবেদন :আগ্রহী প্রার্থীদের এ লিংকে
  http://police.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ৫ অক্টোবর। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর।
ads

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home